Bank Of Baroda Recruitment 2025:আপনি ব্যাংকে চাকরি করতে চান, তাহলে আপনার জন্য এটি সুখবর। ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি ব্যাংকে কাজ করতে চান এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। আপনার যদি স্বপ্ন থাকে ব্যাংকে চাকরি করার তাহলে এই বিজ্ঞপ্তি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে একবার পড়ুন। আসুন আমরা জেনে নেই এখানে আপনি কিভাবে আবেদন করবেন, শূন পদের সংখ্যা কত, মাসিক বেতন কত থাকবে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন, বয়স সীমা কি চাওয়া হয়েছে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। এই তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো ভাবে পড়তে হবে।
নিয়োগ সংস্থা – ব্যাংক অফ বরোদা।
শূন্য পদের সংখ্যা (Bank Of Baroda Recruitment 2025)
এখানে আবেদন করার জন্য মোট শূন্য পদের সংখ্যা ১৬৭ টি।
Post Name | Total |
Deputy Defence Banking Advisor (DDBA) | 01 |
Private Banker – Radiance Private | 03 |
Group Head | 04 |
Territory Head | 17 |
Senior Relationship Manager | 101 |
Wealth Strategist (Investment & Insurance) | 18 |
Product Head – Private Banking | 01 |
Portfolio Research Analyst | 01 |
বয়স সীমা
উল্লেখিত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২২ বছর থেকে সর্বোচ্চ ৫৭ বছরের মধ্যে হতে হবে। ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা বয়সের ছাড় পাবে। আরো বিস্তারিত জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো ভাবে পড়তে হবে।
শিক্ষাগত যোগ্যতা
এখানে Bank Of Baroda Recruitment 2025 আবেদন করার জন্য যে শিক্ষাগত যাওয়া হয়েছে তা হলো, আপনি যদি যেকোনো ভারত সরকারের স্বীকৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাস করে থাকেন ,তাহলে আপনি এখানে আবেদন জানাতে পারবেন।
আবেদন ফি
উল্লেখিত পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের আবেদন ফি প্রদান করতে হবে-
- সাধারণ,EWS, এবং OBC সম্প্রদায়ের প্রার্থীদের আবেদন ফ্রি হিসেবে ৫০০ টাকা প্রদান করতে হবে।
- PWBD এবং মহিলা প্রার্থীদের জন্য আবেদন ফ্রি ১০০ টাকা প্রদান করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
উল্লেখিত পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। তারপর সাক্ষাৎকারে মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আপনি যদি এখানে যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত হন তাহলে আপনি নিয়োগ প্রক্রিয়া পাবেন।
How To Apply Bank Of Baroda Recruitment 2025
ইচ্ছুক প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আগ্রহী প্রার্থীদের www bankofbaroda.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। প্রার্থীদের একটি বায়োডাটা আপলোড করে দিতে হবে। ফর্মটি সম্পূর্ণ নির্ভুল ভাবে ফিলাপ করতে হবে। তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে থেকে ভাবে। আবেদন পত্রটি সাবমিট করার আগে ভালো ভাবে যাচাই করে নিতে হবে। সাবমিট করার পর আর কোনরকম সংশোধন করা যাবে না।এইভাবে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
Read More : কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ একাধিক পদে কর্মী নিয়োগ হবে,বেতন বেশ উচ্চ মানের।
প্রয়োজনীয় ডকুমেন্ট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- নিজের স্বাক্ষর।
- শিক্ষকতা যোগ্যতার প্রমাণপত্র।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | ২৬/০৩/২০২৫ |
আবেদন | ১৫/০৪/২০২৫ |
Important Link Bank Of Baroda Recruitment 2025
Notification | Download PDF |
Official Website | Click Here |