CPCB Recruitment 2025:চাকরি প্রার্থীদের জন্য নতুনভাবে খুশির খবর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড(CPCB) তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি যদি এখানে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বিজ্ঞপ্তিতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে দ্রুত অনলাইনে এর মাধ্যমে আবেদন জানাতে হবে। বেতন রয়েছে বেশ উচ্চ মানে। আসুন আমরা জেনে নেই এখানে আপনি কিভাবে আবেদন করবেন, শূন্য পদের সংখ্যা কত, মাসিক বেতন কত থাকবে, বয়স সীমা কত চাওয়া হয়েছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে, কিভাবে নিয়োগ করা হবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা। আরো বিস্তারিত তথ্য জানতে হলে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেয়া প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো ভাবে একবার পড়ুন।
নিয়োগ কারী সংস্থা – CPCB
শূন্য পদের সংখ্যা
এখানে আবেদন করার জন্য মোট শূন্য পদের সংখ্যা ৬৯ টি।
Post Name | Vacancy Post |
Scientist ‘B’ | 22 |
Assistant Law Officer | 01 |
Senior Technical Supervisor | 02 |
Senior Scientific Assistant | 04 |
Technical Supervisor | 05 |
Assistant | 04 |
Accounts Assistant | 02 |
Junior Translator | 01 |
Senior Draughtsman | 01 |
Junior Technician | 02 |
Senior Laboratory Assistant | 02 |
Upper Division Clerk | 08 |
Data Entry Operator Grade-II | 01 |
Stenographer Grade-II | 03 |
Junior Laboratory Assistant | 02 |
Lower Division Clerk | 05 |
Field Attendant | 01 |
Multi-Tasking Staff | 03 |
বেতন কাঠামো
Post Name | Monthly Salary |
Scientist ‘B’ | 56,000-1,77,500/ |
Assistant Law Officer | 44,900-1,42,400/ |
Senior Technical Supervisor | 44,900-1,42,400/ |
Senior Scientific Assistant | 35,400-1,12,400/ |
Technical Supervisor | 35,400-1,12,400/ |
Assistant | 35,400-1,12,400/ |
Accounts Assistant | 35,400-1,12,400/ |
Junior Translator | 35,400-1,12,400/ |
Senior Draughtsman | 35,400-1,12,400/ |
Junior Technician | 25,500-81,100/ |
Senior Laboratory Assistant | 25,500-81,100/ |
Upper Division Clerk | 25,500-81,100/ |
Data Entry Operator Grade-II | 25,500-81,100/ |
Stenographer Grade-II | 25,500-81,100/ |
Junior Laboratory Assistant | 19,900-63,200/ |
Lower Division Clerk | 19,900-63,200/ |
Field Attendant | 18,000-56,900/ |
Multi-Tasking Staff | 18,000-56,900/ |
শিক্ষাগত যোগ্যতা (CPCB Recruitment 2025)
বিভন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বিভন্ন চাওয়া হয়েছে।এখানে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে MTS, B.Com, B.Tech/BE, LLB, 12TH, 10TH, M. SC ইত্যাদি। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আরো তথ্য জানতে হলে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন।
বয়স সীমা
- উল্লেখিত CPCB Recruitment 2025 পদে আবেদন করার জন্য জুনিয়র টেকনিশিয়ান,সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট,ইউডিসি,ডিইও,স্টেনোগ্রাফার, জুনিয়র ,ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট,এলডিসি,ফিল্ড অ্যাটেনডেন্ট,এমটিএস, ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- অন্যন্য আবেদনকারিদের জন্য বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী আবেদনকারী প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবে।
আবেদন ফি
- দুই ঘন্টা পরীক্ষার জন্য প্রার্থীদের ১০০০ টাকা ফি প্রদান করতে হবে।
- এক ঘন্টা পরীক্ষার জন্য প্রার্থীদের ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।
- SC/ST/PWBD/প্রার্থীদের জন্য কোনরকম কি প্রদান করতে হবে না।
How To Apply CPCB Recruitment 2025
উল্লেখিত পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। চাকরি প্রার্থীদের cpcb.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
Read More : কলকাতা বিমানবন্দরে নিয়োগ করা হবে,কোন যোগ্যতায় আবেদন করবেন ?
নিয়োগ প্রক্রিয়া
এই পদে নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের সর্বপ্রথম লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে। তারপর আপনি যদি যোগ্য প্রার্থী হিসাবে নির্বাচন হন তাহলে আপনাকে নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু | 07/04/2025 |
আবেদন শেষ | 28/04/2025 |
Important Link CPCB Recruitment 2025
Official Notification | Download PDF |
Apply Online | Click Here |
Official Website | Click Here |