Punjab & Sind Bank Recruitment 2025: পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংকে ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

By baidyahabibur733@gmail.com

Published On:

Follow Us
Punjab & Sind Bank Recruitment 2025

Punjab & Sind Bank Recruitment 2025 আপনার স্বপ্ন কি ব্যাংকে চাকরি করার, তাহলে বিজ্ঞপ্তিটি আপনারই জন্য। পাঞ্জাব এবং সিন্ধু ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আপনি যদি ব্যাংকে চাকরি করতেন আগ্রহী হয়ে থাকেন তাহলে এই আবেদনটি ভালো ভাবে পড়তে হবে শেষ পর্যন্ত। হয়তো আপনার জন্য একটা বিশেষ সুযোগ। আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আপনি এখানে কিভাবে আবেদন করবেন, শূন্য পদের সংখ্যা কত, মাসিক বেতন কত থাকবে, বয়স সীমা কত চাওয়া হয়েছে আমি, কিভাবে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো।

নিয়োগ কারী সংস্থা – পাঞ্জাব ও সিন্ধু ব্যাংক।

শূন্য পদের সংখ্যা – শূন্য পদের সংখ্যা ১৫৮টি।

রাজ্যের নামশূন্য পদের সংখ্যা
অরুনাচল প্রদেশ ০২
আসাম০৬
বিহার১৫
হরিয়ানা২০
মধ্য প্রদেশ১৪
মনিপুর০২
মিজোরাম০২
নাগাল্যান্ড০২
উড়িশা ১০
রাজস্থান১০
উত্তর প্রদেশ৫৫
পশ্চিম বঙ্গ২০

বয়স সীমা (Punjab & Sind Bank Recruitment 2025)

উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। তাহলে আপনি এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য যেকোনো সরকারি স্বীকৃতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি নিয়ে পাস করতে হবে।

Read More : বেশ ভালো বেতনের চাকরি,কোন যোগ্যতায় আবেদন করবে।

আবেদন ফি

  • SC/ST/PWD প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফ্রি দিতে হবে।
  • সাধারণ/EWS/OBC প্রার্থীদের জন্য আবেদন ফি হিসাবে ২০০ টাকা দিতে হবে।

How To Apply Punjab & Sind Bank Recruitment 2025

উল্লেখিত পদের আবেদন করার জন্য প্রার্থীদের শুধুমাত্র ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://punjabandsindbank.com.in গিয়ে আবেদন জানাতে হবে। ওয়েবসাইট ওপেন করার পর সেখানে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে সেগুলোর সঠিকভাবে পূরণ করতে হবে।। ফর্ম টি সাবমিট করার আগে সুন্দরভাবে দেখে নিতে হবে আপনার সবকিছু নির্ভুল অবস্থায় আছে কিনা।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • আধার কার্ড
  • সরকারি পরিচয় পত্র হিসেবে(ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, পাসপোর্ট)।
  • একটি বৈধ ব্যক্তিগত ইমেইল থাকতে হবে।
  • মোবাইল নম্বর।
  • পাসপোর্ট সাইজের ছবি।
  • ব্যাংক একাউন্টের বিশদ বিবরণ।

নিয়োগ প্রক্রিয়া

প্রথমে জানিয়ে রাখি এখানে কিন্তু ট্রেনিংয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে বারো মাসের জন্য একটি ট্রেনিং করানো হবে। এই Punjab & Sind Bank Recruitment 2025 ট্রেনিং চলাকালীন প্রার্থীদের মাসিক পারিশ্রমিক হিসাবে 9000 টাকা প্রদান করা হবে। ট্রেনিং চলার শেষ হয়ে গেলে। উচ্চ মাধ্যমিক পাশে মার্কশিট নম্বর হিসাবে একটি তালিকা করা হবে। তারপর সমস্ত কিছু ভেরিফিকেশন করার মধ্য দিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে হলেন অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েন নিচে দায়িত্বে একবার ভালোভাবে পড়ুন এবং তারপর আবেদনের জন্য এগিয়ে যান।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু24/03/2025
আবেদন শেষ30/03/2025

Important Link Punjab & Sind Bank Recruitment 2025

Apply OnlineClick Here
Official NotificationDownload PDF
Official WebsiteClick Here

Leave a Comment